সিংড়ার শীর্ষ সন্ত্রাসী করিম আটক

ডিবি পুলিশের হাতে আটক সন্ত্রাসী করিম [ছবি: নিউজ টোয়েন্টিফোর]

সিংড়ার শীর্ষ সন্ত্রাসী করিম আটক

নাসিম উদ্দীন • নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া থেকে অস্ত্র-গুলিসহ হত্যা মামলার আসামিকে আটক করা হয়েছে। ধৃতের নাম মো. আব্দুল করিম (৪০)। তিনি জেলার সিংড়া উপজেলার নাসিয়ারকান্দি গ্রামের মৃত পরেশ উল্লাহর ছেলে। গতরাত দেড়টার দিকে উপজেলার জামনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন সরকার  জানান, আব্দুল করিম সিংড়ার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে সিংড়াসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা ও অস্ত্র মামলা রয়েছে।  

‘তিনি দীর্ঘদিন ধরে পলাতক থেকে লালপুর ও বাগাতিপাড়া এলাকার বিভিন্ন স্থানে অবস্থান করে অস্ত্র কেনা-বেচা করতেন। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করিমকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, একটি রিভলবার, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয় বলে জানান কৃষ্ণ মোহন।
 
এ ঘটনায় বাগাতিপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুর রহমান বাদী হয়ে রাতেই করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।  

নাসিম/অরিন/নিউজ টোয়েন্টিফোর


 

সম্পর্কিত খবর