'অহেতুক টাকা অপচয় করবেন না'

ছবির পোস্টার ও অনিমেষ আইচ

'অহেতুক টাকা অপচয় করবেন না'

নিউজ ২৪ ডেস্ক

এ বছরের অন্যতম আলেচিত সিনেমা ছিল অনিমেষ আইচের ভয়ঙ্কর সুন্দর। কিন্তু ৪ আগস্ট সিনেমাটি মুক্তির পর অনেকেই অভিযোগ তুলেছেন 'জিরো ডিগ্রী' খ্যাত নির্মাতা তাদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন।

ছবিটি নিয়ে এ পর্যন্ত যত পর্যালোচনা পাওয়া গেছে তার বেশিরভাগই নেতিবাচক। এর জবাব দিয়েছেন অনিমেষ আইচ।

ফেসবুকে তিনি লিখেছেন,
'শতাব্দীর সবচেয়ে বাজে সিনেমা। আমার সিনেমা নিয়ে সম্ভবত ২০১৭ তে সবচাইতে বেশি সমালোচনা হয়েছে। বছরের সবচাইতে জঘন্য সিনেমা 'ভয়ংকর সুন্দর'। আমি খুশি, যখন একজন সাধারণ মানুষ ও আমাকে বেহুদাই অভিনন্দিত করেন এই রকম একটি বাজে সিনেমার জন্য।
তারপরেও বলতে চাই, কাল থেকে বছরের সবথেকে জঘন্য সিনেমাটি চলবে সিনেপ্লেক্স, ব্লকবাস্টার এবং শ্যামলীতে।

ফেসবুক দেখে সমালোচনা না করে সিনেমা দেখে করুন। যদিও আমি আপনাদের পয়সা ফেরত দিতে পারবো না। সংবিধিবদ্ধ সতর্কীকরণ। অহেতুক টাকা অপচয় করবেন না।

সম্পর্কিত খবর