‘লেবানন আক্রান্ত হলে ইসরাইলকে চরম শিক্ষা দেওয়া হবে’

লেবাননের সংসদ সদস্য নাওয়াফ মুসাভি

‘লেবানন আক্রান্ত হলে ইসরাইলকে চরম শিক্ষা দেওয়া হবে’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

লেবাননের হিজবুল্লাহপন্থি প্রভাবশালী সংসদ সদস্য নাওয়াফ মুসাভি ইহুদিবাদী ইসরাইলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবানন আক্রান্ত হলে তেল আবিবকে চরম শিক্ষা দেওয়া হবে।

ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলি সেনাপ্রধানের হুমকির প্রতিক্রিয়ায় মুসাভি আরো বলেছেন, ইহুদিবাদী বাহিনীকে আরেকবার পরাজিত করার জন্য লেবানন প্রস্তুত রয়েছে। ইহুদিবাদী ইসরাইল যদি ভেবে থাকে তারা আবার লেবাননের বেসামরিক জনগণের বিরুদ্ধে অপরাধযজ্ঞ চালাতে পারবে তাহলে তেলআবিব ঘোরের মধ্যে রয়েছে।

সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের সেনাপ্রধান গাদি এইজেনকোট বলেছেন, চলতি ২০১৮ সালে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে জড়াবে তেল আবিব।

সম্ভাব্য সে যুদ্ধ পরিচালনার জন্য তিনি প্রস্তুত রয়েছেন।

হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এর আগে বহুবার বলেছেন, তেল আবিব যদি আবার কোনো যুদ্ধ শুরু করে তাহলে হিজবুল্লাহ সে যুদ্ধকে ইসরাইলের ভেতরে নিয়ে যাবে।

সম্পর্কিত খবর