ম্যাসেঞ্জারে পাঠানো ছবিও স্ক্যান করে ফেসবুক!

ম্যাসেঞ্জারে পাঠানো ছবিও স্ক্যান করে ফেসবুক!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ম্যাসেঞ্জারে পাঠানো প্রতিটি ছবিতে কী আছে তা স্ক্যান করে দেখে ফেসবুক! পাঠানো লিঙ্কগুলোও তারা পরীক্ষা করে দেখে। স্ক্যানের তথ্য ব্যবহার করে তারা তাদের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকে (এআই) ক্ষতিকর ছবি চেনানো শেখায়। সম্প্রতি এক মার্কিন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ফেসবুকের  প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

সাক্ষাৎকারে তিনি জানান, ম্যাসেঞ্জারের মাধ্যমে কেউ বেআইনি ছবি, যেমন শিশুদের ওপর হামলা বা পর্নো পাঠাতে চাইলে তা নিজ থেকেই ব্লক করে দেওয়া হয়।

এর অর্থ, প্রতিটি ছবিই ফেইসবুকের এআই শনাক্ত করে থাকে। যদিও ব্যবস্থাটি সম্পূর্ণ অটোম্যাটিক এবং কী পাঠানো হচ্ছে সে তথ্যগুলো কোথাও জমা থাকছে না, তারপরও বিষয়টিকে ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘন বলে দাবি করেছেন অনেকেই।

লিঙ্ক পাঠানোর ক্ষেত্রেও একই কাজ করে ফেসবুক। তারা প্রতিটি লিঙ্ক স্ক্যান করে দেখে সাইটটি কোনো ম্যালওয়্যার, পাইরেসি বা পর্নোগ্রাফির কিনা।

অতএব ব্যবহারকারীরা কি লিঙ্ক পাঠাচ্ছে সেটিও ফেসবুক শনাক্ত করছে।

সূত্র: ভক্স মিডিয়া, ব্লুমবার্গ, দ্য সান      •     অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর