মেরিনড্রাইভে মাইক্রোবাস-মোটর সাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত

প্রতীকী ছবি

মেরিনড্রাইভে মাইক্রোবাস-মোটর সাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত

ইসমত আরা ইসু • কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মেরিনড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকায় মাইক্রোবাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। আজ (৫ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন জুবাইরুল ইসলাম চৌধুরী (২৬) ও মোঃ শাকের (২৭)।

জুবাইরুল রামু উপজেলার উত্তর মিঠাছড়ি এলাকার রফিক আহমদের ছেলে ও শাকের মহেশখালীর বাসিন্দা। তারা দু’জনই আন্তর্জাতিক খাদ্য সংস্থায় (ডাব্লিউএফপি) কর্মরত ছিলেন।  

আহতের নাম আরিফ (২৮)। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিও সংস্থার একটি মাইক্রোবাস মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক জুবাইরুল মারা যায়। অপর দুইজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শাকেরকে মৃত ঘোষণা করেন।  

ইনানী পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, একটি মাইক্রোবাস মোটর সাইকেল ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চালক জুবাইরুল ঘটনাস্থলেই মারা যায়। পরে শাকেরেরও মৃত্যু হয়। অপরজনের অবস্থাও আশঙ্কাজনক।  

ইসু/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর