এক কেন্দ্রে ৩২ পরীক্ষার্থী বহিষ্কার

এক কেন্দ্রে ৩২ পরীক্ষার্থী বহিষ্কার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চলতি এইচএসসি পরীক্ষায় আজ বৃহস্পতিবার রাজধানীর আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোবাইল ফোন রাখায় ৩২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তল্লাশি না করে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়ায় ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (কেন্দ্রসচিব) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সূত্র জানায়, দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও বোর্ডের কর্মকর্তাদের কাছে বিষয়টি ধরা পড়ে। পরে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

বহিষ্কৃত পরীক্ষার্থীরা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী।

বৃহস্পতিবার এইচএসসিতে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নপত্র ফাঁসরোধে এবার পরীক্ষায় একমাত্র কেন্দ্রসচিব ছাড়া সবার মোবাইল ফোন নেওয়া নিষিদ্ধসহ ১৬টি পদক্ষেপ নেওয়া হয়েছে। কোন সেটের প্রশ্নপত্রে পরীক্ষা হচ্ছে, তা ঠিক করা হচ্ছে পরীক্ষা শুরুর মাত্র ২৫ মিনিট আগে।

কড়াকড়ি করা হয়েছে নজরদারিতেও। এসব কারণে এসএসসিতে ধারাবাহিক প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটলেও এইচএসসি পরীক্ষায় এখন পর্যন্ত প্রশ্নপত্র ফাঁসের খবর পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর