হত্যা মামলায় প্যানেল মেয়র কারাগারে

দাগনভূঞা পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম [ছবি: নিউজ টোয়েন্টিফোর]

হত্যা মামলায় প্যানেল মেয়র কারাগারে

নজির আহম্মদ রতন • ফেনী প্রতিনিধি

ফেনীর দাগনভূঞার স্বেচ্ছাসেবক লীগ নেতা ফখরুল উদ্দিন চৌধুরী হত্যা মামলায় উচ্চ আদালতে আদেশে এতদিন জামিনে ছিলেন। তবে এবার  আর পার পেলেন না। কারাগারে যেতে হলো দাগনভূঞা পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম ও তার ভাই যুবলীগ নেতা আজিজুল হক রাসেলকে।  
     
আজ (৫ এপ্রিল) বিকেলে ফেনী জেলা জজ আদালতের বিচারক জাকির হোছাইনের আদালতে হাজির হলে বিচারক তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

news24bd.tv

এর আগে গত ১১ ফেব্রুয়ারী শর্ত সাপেক্ষে উচ্চ আদালত থেকে আট সাপ্তাহের জামিন পান তারা।

চলতি বছরের ১৯ জানুয়ারি রাতে দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফখরল উদ্দিন চৌধুরীকে বাসা থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়।

পরে নিহতের বড় ভাই বাদী হয়ে দাগনভূঞা পৌর যুবলীগের সহ সম্পাদক ছায়দুল হক পারভেজকে প্রধান আসামি ও তার বন্ধু হিরো, বাহাদুর, দাগনভূঞা পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম, তার বড় ভাই আজিজুল হক রাসেল,শামীম ও মুজাহিদ নামে আরো দুই যুবকের নামে মামলা দায়ের করেন।  

রতন/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর