স্বামীর সন্ধানে সন্তান কোলে ১০০ কিলোমিটার পদযাত্রা!

সন্তান কোলে নিয়ে স্বামীর সন্ধান করছেন লি ওয়েনজু

স্বামীর সন্ধানে সন্তান কোলে ১০০ কিলোমিটার পদযাত্রা!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চীনে নিখোঁজ স্বামীর সন্ধানে সন্তানকে কোলে নিয়ে ১০০ কিলোমিটার পথ পায়ে হেঁটেছেন এক স্ত্রী।  

রাজধানী বেইজিং থেকে বুধবার (৪ এপ্রিল) ১২ দিনের এ পদযাত্রা শুরু করেছেন তিনি। চলেছেন তিয়ানজিন শহর অভিমুখে।  

তিনি মনে করেন, তার আইনজীবী স্বামী তিয়ানজিন শহর থেকে নিখোঁজ হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, নিখোঁজ স্বামীর সন্ধান পেতে হাঁটার সিদ্ধান্ত নেন লি ওয়েনজু নামে ওই চীনা নারী। তার স্বামী ওয়াং কুয়ানঝ্যাং পেশায় একজন আইনজীবী। নিখোঁজের আগে তিনি পুলিশি নির্যাতন নিয়ে বেশ কিছু মামলা পরিচালনা করছিলেন।

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার স্বামীকে রাষ্ট্রীয় বাহিনী আটক করেছে প্রায় ৩ বছরের বেশি সময় আগে।

এরপর থেকে তিনি আর তার কোনো খোঁজই পাচ্ছেন না। এমনকি তার স্বামী জীবিত আছে কিনা তাও নিশ্চিত নন।

তিনি জানতে চান যে, আসলে তার স্বামীর ভাগ্যে কি ঘটেছে। ওয়াং ২০১৫ সালে দেশব্যাপী পরিচালিত এক অভিযানের সময় আরও অন্তত ২শ’ মানবাধিকার কর্মীর সঙ্গে আটক হন।

সূত্র: বিবিসি     •     অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর