বিমান দুর্ঘটনা: মার্কিন-জিবুতি মহড়া স্থগিত

জিবুতির ক্যাম্প লেমোনিয়ার ঘাঁটিতে মার্কিন সেনা।

বিমান দুর্ঘটনা: মার্কিন-জিবুতি মহড়া স্থগিত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চলতি সপ্তাহে দফায় দফায় বিমান দুর্ঘটনার পর আমেরিকার সঙ্গে সামরিক মহড়া এবং মার্কিন বিমানের ফ্লাইট স্থগিত করার নির্দেশ দিয়েছে জিবুতি সরকার।

মঙ্গলবার আমেরিকার দুটি সামরিক বিমান দুর্ঘটনার কবলে পড়ায় জিবুতি সরকার মার্কিন সরকারের কাছে কূটনৈতিক নোটিস পাঠিয়ে অপারেশন বন্ধ রাখার আবেদন জানান। মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ড গতকাল এ খবর নিশ্চিত করেছে। এ অনুরোধের পর জিবিুতি উপকূলে ‘অ্যালিগেটর ড্যাগার’ নামের যৌথ সামরিক মহড়া স্থগিত রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার প্রথম ঘটনায় জিবুতি আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন এভি-৮বি হ্যারিয়ার জেট বিধ্বস্ত হয়। তবে পাইলট বিমান থেকে নিরাপদে বের হতে সক্ষম হন। ওইদিন শেষ বেলায় জিবুতির আরতা সৈকতে নামার সময় মার্কিন সিএইচ-৫৩ সুপার স্টেশন হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়।

পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি বলেছেন, দুটি ঘটনার সঙ্গে পারস্পরিক কোনো যোগসাজশ নেই।

এর পেছনে কোনো সন্ত্রাসী ঘটনাও দায়ী নয়। বলে জানান তিনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর