ইসরাইলি ক্রীড়াবিদদের ওপর নিষেধাজ্ঞা

ইসরাইলি ক্রীড়াবিদদের ওপর নিষেধাজ্ঞা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

তিউনিসিয়ায় আন্তর্জাতিক তায়েকান্দো প্রতিযোগিতায় ইসরাইলি ক্রীড়াবিদদের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির জনগণের বিক্ষোভের মুখে এ আদেশ দিতে বাধ্য হন আদালত। আজ থেকে তিউনিসিয়ায় ওই প্রতিযোগিতা শুরু হচ্ছে। চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে তৎপর একটি সংগঠন আদালতে এ সংক্রান্ত আবেদন জানানোর পর এ নিষেধাজ্ঞা এলো।

আন্তর্জাতিক তায়েকান্দো ফেডারেশন ওই প্রতিযোগিতায় চারজন ইসরাইলি অংশ নেবে বলে ঘোষণা করার পর থেকে দেশটির জনগণ ক্ষোভ প্রকাশ করে আসছে। তারা ইসরাইলি প্রতিযোগীদের ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আসছিল।

তিউনিসিয়ার জনগণ বলছে, কদিন আগেও ইসরাইলি বাহিনী গাজায় নির্মম গণহত্যা চালিয়েছে।

এখনও তাদের হত্যা-নির্যাতন চলছে। এ অবস্থায় ইসরাইলি প্রতিযোগীদের খেলার অনুমতি দেওয়া হলে তা চরম বিশ্বাসঘাতকতা হিসেবে গণ্য হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর