পুলিশ সার্জেন্টকে পেটাল ট্রাক শ্রমিকরা

প্রতীকী ছবি

পুলিশ সার্জেন্টকে পেটাল ট্রাক শ্রমিকরা

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে মহাসড়কে কাগজপত্র তল্লাশির নামে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে পুলিশের এক সার্জেন্টকে পিটিয়েছে ট্রাক শ্রমিকরা।  

গতকাল সন্ধ্যায় মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ট্রাক শ্রমিকরা সার্জেন্ট রবিউলকে প্রত্যাহারের দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় নগরীর আমচত্বর হয়ে নাটোরের দিকে যাচ্ছিল একটি ট্রাক। এ সময় মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে ট্রাকটির গতিরোধ করে সার্জেন্ট রবিউল কাগজপত্র দেখতে চান। বিষয়টি নিয়ে চালক ও শ্রমিকদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে সার্জেন্ট রবিউলকে মারধর করেন।

এ ব্যাপারে শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। যানচলাচল স্বাভাবিক হয়েছে।  

উভয়পক্ষের বক্তব্য শোনার পর এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর