ছাত্রলীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ ২০

ছাত্রলীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ ২০

বেলাল রিজভী • মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছে কমপক্ষে ২০জন। এছাড়াও পুলিশের ৫ কর্মকর্তাসহ আহত হয়েছে আরো ৩০জন।  

গত রাত (৬ এপ্রিল) ১১টার দিকে এই ঘটনা ঘটে।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ ২০ জন। গুরুতর আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

news24bd.tv

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজীব সরদারের সাথে মাথিনুর রহমান রুপস খানের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল।

 

শুক্রবার রাত ১১টার দিকে যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পরে।

সজীব সরদার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানের সমর্থক। আর রুপস খান জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবায়দুর রহমান খালু খানের ছেলে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) প্রদীপ কুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন।

রিজভী/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর