সালমান খানের জামিন মঞ্জুর

সালমান খানের জামিন মঞ্জুর

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিলুপ্ত প্রায় কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দুই রাত কারাগারে থাকার পর জামিন পেলেন বলিউড তারকা সালমান খান। ভারতের একটি আদালত এ রায় দেন।

শনিবার দুপুরের পর যোধপুর আদালতের বিচারক রবীন্দ্র কুমার জোশি তার জামিন মঞ্জুর করেন।

এর আগে সকালে সালমানের হরিণ হত্যা মামলার শুনানি শুরু হয়ে দুপুরের খাবারের পর রায় ঘোষণার কথা বলেছিলেন বিচারক।

আরও পুড়ুুন: ২ হতদরিদ্র বনচারীর মামলায় সালমান আজ জেলে

উল্লেখ্য, ১৯৯৮র' ২ অক্টোবর ‘হাম সাথ সাথ হ্যায়’-এর  শুটিংয়ের সময় যোধপুরে ঝামেলায় জড়ান সালমান খান। ভারতের রাজস্থানের যোধপুরের কঙ্কনিতে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকার করেন সালমান খান। তার সঙ্গে ছিলেন- সাইফ আলি খান, সোনালি বেন্দ্রে এবং তব্বু। ওই ঘটনার পরই মামলা দায়ের করা হয় সালমান, সাইফদের বিরুদ্ধে।

দীর্ঘ ১৯ বছর ধরে মামলা চলার পর বৃহস্পতিবার রায় ঘোষণা করে ভারতের যোধপুর আদালত। বণ্যপ্রাণ সংরক্ষণ আইনের ৯/৫১-এর ধারায় সালমানকে দোষী সাব্যস্ত করা হয়। সাইফ আলি খানসহ বাকিদের বেকসুর খালাস দেওয়া হয়।

আরও পড়ুন: সকালের নাস্তা চা-ডাল-খিচুড়িও খাননি সাল্লু

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর