আমেরিকার ভেটো, আটকে গেল ইসরাইলি গণহত্যার তদন্ত

আমেরিকার ভেটো, আটকে গেল ইসরাইলি গণহত্যার তদন্ত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গাজা সীমান্তে ইসরাইলের গণহত্যার তদন্ত চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা খসড়া প্রস্তাব তোলে কুয়েত। কিন্তু তা ফের আটকে দেয় আমেরিকা। নিরাপত্তা পরিষদের অপর ১৪ সদস্য খসড়া প্রস্তাবকে স্বাগত জানালেও আমেরিকা একাই তাতে ভেটো দিয়েছে।

শুক্রবার থেকে ফিলিস্তিনি ভূমি দিবস উপলক্ষে গাজার অধিবাসীরা ইসরাইল সীমান্তে অবস্থান কর্মসূচি পালন করছেন।

এতে অংশ নেওয়া লোকজনের ওপর নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা। এতে এ পর্যন্ত অন্তত ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ বিষয়ে আন্তর্জাতিক আইনের আওতায় স্বাধীন ও স্বচ্ছ তদন্ত চেয়ে কুয়েত নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাবটি উত্থাপন করে।

প্রস্তাবটি পাস হলে জাতিসংঘ মহাসচিব অ্যান্থোনিও গুতেরেস গাজায় গণহত্যার বিষয়ে স্বাধীন তদন্তের পদক্ষেপ নিতেন।

জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মানসুর বলেছেন, আমেরিকা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ নিয়েছে। এর মাধ্যমে ইসরাইলকে গণহত্যা অব্যাহত রাখার সবুজ সংকেত দেওয়া হয়েছে।

এর আগে গত সপ্তাহে একই ধরণের একটি খসড়া প্রস্তাব প্রত্যাখ্যান করে আমেরিকা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর