ট্রাম্প টাওয়ারে আগুন, একজনের মৃত্যু

সংগৃহীত ছবি

ট্রাম্প টাওয়ারে আগুন, একজনের মৃত্যু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে আগুন লেগে রোববার ভোররাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। আগুনে চার দমকল কর্মী আহত হয়েছেন।

ভবনের ৫০ তলা থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

নিহত ব্যক্তি ট্রাম্প টাওয়ারেই থাকতেন। মুহূর্তের মধ্যেই ৫০ তলার পুরো অ্যাপার্টমেন্ট ধোঁয়ায় ছেয়ে যায়। ধোঁয়া অন্য অ্যাপার্টমেন্টে ঢুকলেও তা সহ্যসীমার মধ্যে ছিল বলে দাবি করা হয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

এদিকে আগুন লাগার ৪৫ মিনিট পর টুইট করেন ট্রাম্প। তিনি দাবি করেন, ভবনটি বেশ ভালোভাবেই নির্মাণ করা হয়েছে। আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হওয়ায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি ও অফিস এ ভবনেই। তবে তিনি এখন ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের জন্য বরাদ্দ প্রশাসনিক ভবন হোয়াইট হাউজে অবস্থান করছেন। তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ও ছেলে ব্যারনও ওয়াশিংটনে আছেন বলে জানিয়েছে মুখপাত্র। - বিবিসি