নেত্রকোনায় বিস্ফোরক মামলায় ৪০ বিএনপি কর্মী জেলে

নেত্রকোনায় বিস্ফোরক মামলায় ৪০ বিএনপি কর্মী জেলে

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে পুলিশের দায়ের করা বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৪০ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলা হাজতে পাঠিয়েছেন নেত্রকোনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। রোববার দুপুরে আসামিরা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৪-এর আদালতে হাজির হন। এ সময় হাইকোর্ট থেকে নেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় আদালতের  বিচারক সৈয়দ আব্দুল্লাহ আল হাবিব সকলকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি এন আলম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ, উপজেলা ছাত্রদল, যুবদলসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে জেল হাজতে পাঠানো হয়।

গত ৫ ফ্রেব্রুয়ারি নেত্রকোনার মদন থানায় পুলিশ বাদী হয়ে ৪৮ জনকে আসামী করে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর