নরসিংদীতে আধিপত্য নিয়ে টেঁটাযুদ্ধ, আহত ২০

নরসিংদীতে আধিপত্য নিয়ে টেঁটাযুদ্ধ, আহত ২০

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নরসিংদীতে আধিপত্য নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী টেঁটাযুদ্ধ ও সংঘর্ষে অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন। এসময় প্রতিপক্ষের ১৫টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার করিমপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সন্ধ্যায় রসুলপুর বাজারে রুটি বিক্রি করা নিয়ে আবুল ও কাওসার নামে দুই ব্যবসায়ীর ঝগড়া হয়।

পরে জাহাঙ্গীর ও মমিন নামে দুই গ্রুপ দ্বন্দ্বে জড়ায়। রোববার দুপুরের দিকে দুপক্ষের সংঘর্ষ বাধে। এতে দুই নারীসহ ১০ জন টেঁটাবিদ্ধ হয়। আহত হয় কমপক্ষে ২০ জন।
এ সময় ভাঙচুর করা হয় ১৫টি বাড়িঘর। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন- আব্দুর রউফ (৪৫), সুমন মিয়া (২০), ইসমাইল মিয়া (৩৫), সাদ্দাম হোসেন (২২) সাইদুল ইসলাম (১৮), রুবেল মিয়া (২৫), আরিফ মিয়া (২০), মাফিয়া বেগম (৫০), মর্জিনা বেগম (৩৫), রহমান মিয়া (৩২) ও একরাম মিয়া (২৫)। তাদেরকে নরসিংদী সদর হাসপাতাল ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নরসিংদী সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মোজাফফর হোসেন বলেন, এলাকায় আধিপত্য নিয়ে দুগ্রুপের টঁটাযুদ্ধ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)