টিয়ারসেল-ফাঁকাগুলিতে শাহবাগ রণক্ষেত্র

টিয়ারসেল-ফাঁকাগুলিতে শাহবাগ রণক্ষেত্র

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজধানীর শাহবাগে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর টিয়ারসেল ও ফাঁকা গুলি চালিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।  

রোববার রাত পৌনে আটটার দিকে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। টিয়ারসেলের আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী।

ছত্রভঙ্গ করে দেয়ায় শাহবাগ পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে।

সরেজমিনে দেখা যায়, হঠাৎ করে পুলিশের হামলায় শাহবাগ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আন্দোলনকারীরা চারুকলার সামনে অবস্থান নিয়েছেন। পুলিশ শাহবাগ থানার সামনে থেকে এখনো চারুকলার দিকে টিয়ারসেল নিক্ষেপ করছে।

মুখোমখি অবস্থান নিয়েছে পুলিশ ও আন্দোলনকারীরা। পুলিশ জলকামান ও টিয়ারসেল নিক্ষেপ করে ঢাকা বিশ্ববিদ্যারয়ের দিকে অগ্রসর হচ্ছে।

কোটা সংস্কার আন্দোলনকারীদের সমন্বয়ক হাসান আল মামুন দাবি করেছেন, পুলিশ অন্যায়ভাবে টিয়ারসেল ও লাটিচার্জ করেছে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর