খুলনায় সংঘর্ষ, আ.লীগ নেতা নিহত

খুলনায় সংঘর্ষ, আ.লীগ নেতা নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

খুলনার তেরখাদায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গোলাম মওলা (৫০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এ সময় নারীসহ আরও চারজন আহত হন। নিহত ওই আওয়ামী লীগ নেতা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।  

সোমবার সকাল আটটার দিকে উপজেলার আটালিয়া গ্রামের খামার বিল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- লিপি বেগম (৪৫), সোহেল শেখ (২৫), সাবিনা ইয়াসমিন (৪০) ও গোলাম মওলার মেঝ ছেলে খালিদ শেখ (২৫)। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত গোলাম মওলা তেরখাদা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি পরিষদ সদস্য ও ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, আটালিয়া গ্রামের খামার বিল এলাকায় কৃষকলীগ নেতা ঝিলু মিয়া মুন্সী ও গোলাম মওলার মধ্যে বাকবিতণ্ড হয়।

পরে তাদের সমর্থকদের মধ্যে ধাওয়াপাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেকুজ্জামান ইউপি পরিষদ সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)