আটকদের না ছাড়লে দেশ অচলের হুশিয়ারি

আটকদের না ছাড়লে দেশ অচলের হুশিয়ারি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দুপুরের মধ্য আটক আন্দোলনকারীদের মুক্তি দেওয়া না হলে সারা দেশে অচল করে দেওয়ার হুশিয়ারি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা এ হুশিয়ার দেন।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খান বলেন, আমরা পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বলতে চাই, যারা আন্দোলন করছেন, তারা আপনার ভাই বা সন্তানের মতো। তারা কারও বিরুদ্ধে আন্দোলন করছেন না।

তারা অধিকারের প্রশ্নে আন্দোলন করছেন। তাই দুপুরের মধ্যই আটকদের মুক্তি দেন। তা না হলে সারা দেশে দাবানল ছড়িয়ে পড়বে।

এ সময় সংগঠনের আরেক যুগ্ম আহ্বায়ক নুরুল হকও সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  

সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যানেক্স ভবনের সামনে ভূগোল ও পরিবেশ বিভাগসহ কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে তারা বলেন, কোটা সংস্কারের যে দাবি, তা যৌক্তিক। এটি সরকারের মেনে নেয়া উচিত।

এরআগে আন্দোলনকারীদের ওপর রোববার রাত আটটা থেকে রাত একটা পর্যন্ত কয়েক দফা পুলিশের লাঠিচার্জ ও গুলি হয়। সেই সময় কয়েকজনকে আটক করে পুলিশ। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। তবে বিভিন্ন হলের শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে এসে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর