জাবিতে পুলিশের হামলা, আহত অর্ধশতাধিক শিক্ষার্থী

জাবিতে পুলিশের হামলা, আহত অর্ধশতাধিক শিক্ষার্থী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নেওয়া হয়েছে। সোমবার দুপুর একটার দিকে এ হামলার ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা দাবি করেন, তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। হঠাৎ পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে অর্ধশাতাধিক ছাত্র আহত হন। এর মধ্য ৫/৬জনের অবস্থা গুরুতর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পরিস্থিতি এখনও উত্তাল। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে। পুলিশও টিয়ার শেল নিক্ষেপ করছে। আন্দোলনকারীরা ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ছত্রভঙ্গ হয়ে ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়েছে।

এদিকে, শের-ই বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্ররা কোটা সংস্কারের দাবিতে বেগম রোকেয়া স্মরণী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। বেলা সাড়ে ১১ টা থেকে এ আন্দোলন শুরু হয়। এতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হেয়ে যায়। আন্দোলনকারীদের পুলিশ চারদিক থেকে ঘিরে রেখেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর