সানরাইজার্স অভিষেকেই উজ্জ্বল সাকিব

সাকিব আল হাসান [ছবি: বিসিসিআই]

সানরাইজার্স অভিষেকেই উজ্জ্বল সাকিব

সাহিদ রহমান অরিন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের নতুন দল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অভিষেক ম্যাচেই জাত চিনিয়েছেন সাকিব আল হাসান। বল হাতে ৪ ওভারে ২৩ রান খরচায় ২টি উইকেট শিকার করেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। যেখানে ডট বল ছিল ৮টি।

সোমবার টস জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান স্বাগতিক অধিনায়ক কেন উইলিয়ামসন।

 

হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ম্যাচের ৪র্থ ওভারেই সাকিবকে বোলিংয়ে আনেন উইলিয়ামসন। প্রথম তিন ওভারে উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে অতিথি ব্যাটসম্যানদের চাপে রাখেন সাকিব।  

১৪তম ওভারে নিজের শেষ ওভার করতে এসে ভেল্কি দেখান বিশ্বসেরা অল রাউন্ডার। দ্বিতীয় বলে রাহুল ত্রিপাঠিকে বিদায় করেন।

দুই বল বাদে থিতু ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে (৪৯) রশিদ খানের ক্যাচ বানান টাইগার বীর। আর তাতেই ঘুরে যায় ম্যাচের মোড়।  

শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৫ রান তুলতে সক্ষম হয় দুই মৌসুম পর আইপিএলে ফেরা শিল্পা শেঠীর রাজস্থান।   

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর