হিমাচলে স্কুলবাস খাদে, শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৩০

প্রতীকী ছবি

হিমাচলে স্কুলবাস খাদে, শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৩০

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারতের হিমাচল প্রদেশের কাংড়া জেলায় স্কুলশিক্ষার্থীদের বহনকারী বাস খাদে পড়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসচালক মদন লাল দুই শিক্ষকসহ ২৭টি শিশু রয়েছেন। কাংড়া জেলার নুরপুরের চেলি গ্রামে সোমবার এ দুর্ঘটনা ঘটে। ওই বাসে করে ওয়াজির রাম সিং মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল।

মারা যাওয়া শিশুদের বয়স ১০ বছরের নিচে।

হিমাচল প্রদেশের শিক্ষামন্ত্রী সুরেশ ভরদ্বাজ হতাহতের খবর নিশ্চিত করে জানান, বাসটিতে মোট ৪০ জন শিক্ষার্থী ছিল। পাহাড়ি রাস্তার একটি তীক্ষ্ম বাঁকে চালকনিয়ন্ত্রণ হারালে বাসটি পিছলে উল্টে যায়। প্রায় ১০০ফুট নিচে আছড়ে পড়ে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে উদ্ধারকর্মীরা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর