জাটকা ইলিশ-বাগদা রেনু পোনাসহ ২ জেলে আটক
সরকারি নিষেধাজ্ঞা অমান্য

জাটকা ইলিশ-বাগদা রেনু পোনাসহ ২ জেলে আটক

জুন্নু রায়হান • ভোলা প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ভোলার তেঁতুলিয়া নদী থেকে ২ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। আটক দুই জেলের নাম নীরব ও সজীব। তাদের কাছ থেকে প্রায় ৫০ মণ জাটকা ইলিশ ও ৬০ হাজার পিস বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।

 কোস্টগার্ড জানিয়েছে, আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে নিষেধাজ্ঞা অমান্য করে বিপুল পরিমাণ মাছ ভোলা থেকে বরিশাল পাচার করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে আজ (১০ এপ্রিল) ভোর রাতে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লে: কমান্ডার নুরুজ্জামান শেখের নেতৃত্বে একটি চৌকষ দল বাগমারা এলাকায় অভিযান চালায়।

এসময় ২টি ট্রলার ভর্তি প্রায় ৫০ মণ জাটকা ইলিশ জব্দ করে। এছাড়াও ওই ট্রলার থেকে আরো ৬০ হাজার পিস অবৈধ বাগদা চিংড়ির রেনু পোনা উদ্ধার করা হয়।

news24bd.tv

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো: আবদুল্লাহ আল মামুন  আটককৃত দুই জেলেকে ২ হাজার টাকা করে জরিমানা করেন।  

 পরে ওই রেনু পোনা ভোলা খালে অবমুক্ত করা করা হয়।

আর জব্দকৃত জাটকা ইলিশ মাছ গরিব-দুস্থ ও এতিমখানায় বিতরণ করা হয়।  

রায়হান/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর