বিমানে মশা বলায় যাত্রীকে নামিয়ে দিল ইন্ডিগো

বিমানে মশা বলায় যাত্রীকে নামিয়ে দিল ইন্ডিগো

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিমানে মশা, বিমানকর্মীর কাছে এ কথা বলায় জোর করে বিমান থেকে নামিয়ে নিয়েছে ইন্ডিগো। ভারতের বেঙ্গালুরুর বাসিন্দা ওই যাত্রীর নাম ডা. সৌরভ রাই। সোমবার সকালে ইন্ডিগোর লখনউ থেকে বেঙ্গালুরুগামী ৬ই–৫৪১ বিমানে এ ঘটনা ঘটে। এমনকি তাকে তাঁকে ভারত ছেড়ে যাওয়ার কথাও বলেন বিমানকর্মীরা।

ইন্ডিগোর পক্ষ থেকে বলা হয়েছে, বিমান ওড়ার কিছুক্ষণ আগে বিমানে মশা থাকার অভিযোগ করেছিলেন সুভাষ। বিমানকর্মীরা তার প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার আগেই সুভাষ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। অন্য যাত্রীদের উস্কাতে শুরু করেন বিমান ভাঙচুরের জন্য। এমনকি ওই যাত্রি বিমান ছিনতাইয়ের হুমকি দেন।

সেজন্য যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে পাইলট তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বা এনজিটির নিয়ম অনুযায়ী, বিমানে যাত্রী থাকাকালীন ওষুধ দেওয়ায় নিষেধাজ্ঞা আছে। যদিও ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এনজিটি-তে পাল্টা আবেদন করেছে ইন্ডিগো। বিষয়টি এখন এনজিটি-তে বিচারাধীন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর