নাটোরে স্কাউটের মহা তাবু জলসা

নাটোরে স্কাউটের মহা তাবু জলসা

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় পাঁচ দিনব্যাপী ৩৩৪তম স্কাউট ইউনিট লিডার ও ৪৬৯তম কাব স্কাউট লিডার বেসিক কোর্স শেষে মহা তাবু জলসা ও সনদপত্র বিতরণ অনুষ্টিত হয়েছে। সোমবার রাতে সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ স্কাউট নাটোর জেলা শাখার কমিশনার ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক।

বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুজ্জামান ভূইঞা, বাংলাদেশ স্কাউট রাজশাহী অঞ্চলের সহ-সভাপতি ইয়ার মোহাম্মাদ।

 

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউট সিংড়ার সাধারণ সম্পাদক আইয়ুব আলী,সিংড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষকবৃন্দ সহ ৩৩৪তম স্কাউট ইউনিট লিডার ও ৪৬৯তম কাব স্কাউটস লিডার বেসিক কোর্সের সদস্যরা।

পাঁচ দিনের দুটি প্রশিক্ষণ কোর্সে ২০জন প্রশিক্ষক উচ্চ মাধ্যমিকের ৪৫জন ও প্রাথমিক বিদ্যালয়ের ৩৬জন শিক্ষক-শিক্ষিকাকে প্রশিক্ষণ দেন। তাবু জলসা শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিরা।

(নিউজ টোয়েন্টিফোর/নাসিম/তৌহিদ)

সম্পর্কিত খবর