ভুল প্রশ্নপত্রে আইসিটি পরীক্ষা

ভুল প্রশ্নপত্রে আইসিটি পরীক্ষা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভুল প্রশ্নপত্রে আইসিটি  পরীক্ষা দিল মানিকগঞ্জ সরকারী মহিলা কলেজের ২৫ জন অনিয়মিয়ত এইচএসসি পরীক্ষার্থী।  
এই ২৫ জন শিক্ষার্থীর পরীক্ষা হওয়ার কথা ছিল পুরান (২০১৪-১৫ সালের) সিলেবাস অনুযায়ী। কিন্তু কর্তৃপক্ষের ভুলের কারণে তাদের নতুন সিলেবাস (২০১৬-১৭) অনুযায়ী পরীক্ষা দিতে হলো।

মঙ্গলবার দুপুরে ওই শিক্ষার্থীরা এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর অভিযোগ করেছেন।

 

অভিযোগকারী অনিয়মিত পরীক্ষার্থীরা জানান, ভুল প্রশ্নে পরীক্ষার বিষয়টি পরীক্ষার হল রুমের দায়িত্বে থাকা শিক্ষককে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। তিনি এই বিষয়ে কারো সঙ্গে আলোচনা করতে নিষেধ করেন। পরে তারা সরকারী দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাইদুর রহমানকে জানায়। তিনিও কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা বাধ্য হয়ে এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর অভিযোগ করে।

এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি সরকারী দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাইদুর রহমান।  

জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। বিষয়টি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে জানানো হয়েছে। কর্তব্য অবহেলার কারণে দায়িত্ব থাকা শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর