রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ কর্মী নিহত

রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ কর্মী নিহত

ফাতেমা জান্নাত মুমু  • রাঙামাটি

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে ইউপিডিএফের এক কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম জনি তঞ্চঙ্গ্যা (৩২)। আজ (১১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার বেতছড়ি ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।  

এ ঘটনায় জন্য এমএন লারমা গ্রুপ অর্থাৎ সংষ্কারপন্থীকে দায়ী করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেতছড়ি ফরেস্ট অফিস এলাকায় এমএন লারমা গ্রুপের ১০-১২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল আগে থেকেই ওত পেতে ছিল । এ সময় ইউপিডিএফকর্মী জনি তঞ্চঙ্গ্যা ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তাকে সামনে পেয়ে সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করে পালিয়ে যায়। এ সময় তার গায়ে ৩ থেকে ৪ রাউন্ড গুলি লাগে।

এতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন জনি।  

অভিযোগ উঠেছে, জনি তঞ্চাঙ্গ্যার নেতৃত্বে একটি সশস্ত্র দল গতকাল এমএন লারমা গ্রুপের (সংস্কারপন্থী) খাগড়াছড়ির মহালছড়ি থানা কমিটির সদস্য টনক চাকমা ও রিগেন চাকমাকে তুলে নিয়ে তাদের ক্যাম্পে বেধড়ক মারধর করে। পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার জের ধরেই আজ জনির ওপর হামলা চালানো হয়।  

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, আমরা এ ঘটনার কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি বিশেষ দল লাশ উদ্ধার করতে গেছে।  

মুমু/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর