আলজেরিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৫৭ (ভিডিও)

আলজেরিয়ায় বিধ্বস্ত সামরিক বিমান [ছবি: আল জাজিরা]

আলজেরিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৫৭ (ভিডিও)

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আলজেরিয়ায় একটি সামরিক বিমান দুর্ঘটনায় কমপক্ষে ২৫৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বুধবার রাজধানী আলজিয়ার্সের কাছে বুফারিক সামরিক বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের অল্প কিছুক্ষণ পরই বিমানটি মুখ থুবড়ে পড়ে।  

ইলিয়ুশিন-৭৬ মডেলের বিমানটি দেশটির দক্ষিণ-পশ্চিমের বেশার অঞ্চলে যাচ্ছিল। নিহতদের বেশিরভাগই সেনাবাহিনীর সদস্য ও তাদের পরিবার-পরিজন।

দুর্ঘটনায় আলজেরিয়া সমর্থিত পোলিসারিও ফ্রন্টের ২৬ সদস্যও নিহত হয়েছে। পোলিসারিও ফ্রন্ট পশ্চিম সাহারাকে মরক্কোর কাছ থেকে স্বাধীন করার জন্য লড়াই করছে।
news24bd.tv

বিমানের ১০ জন ক্রুর সবাই দুর্ঘটনায় মারা গেছেন। দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে মাঠের মধ্যে পড়ে থাকা দুর্ঘটনাকবলিত বিমান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

বিমান দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। দেশটির সেনাপ্রধান দুর্ঘটনার কারন তদন্তের নির্দেশ দিয়েছেন।

২০১৪ সালের জুলাইয়ে মালয়েশিয়ার একটি বিমানকে ইউক্রেনে গুলি করে ভূপাতিত করার ঘটনায় ২৯৮ জন নিহত হয়েছিল। এরপর আলজেরিয়ার দুর্ঘটনাটিই সবচেয়ে ভয়াবহ।

আলজেরিয়ার কর্তৃপক্ষ নিহতদের মৃতদেহ শনাক্ত করার কাজ চালিয়ে যাচ্ছে।

সূত্র: বিবিসি, আল জাজিরা     •        অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর