চেন্নাই থেকে সরেই গেল আইপিএল

চেন্নাই সুপার কিংসের হোম গ্রাউন্ড এমএ চিদাম্বরম স্টেডিয়াম

চেন্নাই থেকে সরেই গেল আইপিএল

সাহিদ রহমান অরিন

অবশেষে শঙ্কাটা সত্যি হলো। চেন্নাই থেকে সরিয়ে নেয়া হলো আইপিএল। তামিলনাড়ু প্রদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাসি বিশ্বনাথন।

মঙ্গলবারের ম্যাচে কড়া নিরাপত্তার মাঝেও জাদেজা-প্লেসিসদের ওপর জুতা নিক্ষেপের ঘটনায় নড়ে চড়ে বসে চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট।

তারা কথা বলতে বাধ্য হয় চেন্নাই রাজ্য পুলিশের সঙ্গে। রাজ্য পুলিশের কাছ থেকে ইতিবাচক কোনো সাড়া না পাওয়াতেই চেন্নাইয়ে হতে যাওয়া বাকি ম্যাচগুলো সরিয়ে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ফ্র্যাঞ্চাইজিটি।

চেন্নাই তাদের পরবর্তী ৬টি হোম ম্যাচ খেলবে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।  

সংবাদমাধ্যমে সিএসকে সিইও বলেন, ‘এখানকার (তামিলনাড়ু) অবস্থা আমাদের অনুকূলে নেই।

এমতাবস্থায় বড় কিছু ঘটার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। তাই আমরা বাকি ম্যাচগুলো সরিয়ে নেয়াই ভালো মনে করছি। ’

চেন্নাইয়ের জন্য নিজেদের হোম ম্যাচ ঘরের বাইরে খেলার অভিজ্ঞতা নতুন নয়। ২০১৪ সালে আইপিএলের সপ্তম আসরে নিজেদের সবকটি হোম ম্যাচ তারা খেলেছিল রাঁচিতে। এবারও ছয়টি ম্যাচ তাদের খেলতে হবে নিজেদের ঘরের বাইরে।

সূত্র: ইএসপিএন ক্রিকইনফো     •     অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর