বাবা-মার মৃত্যুর ৪ বছর পর সন্তানের জন্ম!

বাবা-মার মৃত্যুর ৪ বছর পর সন্তানের জন্ম!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাবা-মা মারা যাওয়ার ৪ বছর পর একটি শিশুর জন্ম চীনে আলোড়ন সৃষ্টি করেছে। জানা যায়, এক গাড়ি দুর্ঘটনায় শিশুটির বাবা-মা  মারা যায়।

২০১৩ সালে ওই দম্পতি মারা যাওয়ার পর আইভিএফ পদ্ধতিতে শিশুটির ভ্রূণ সংরক্ষণ করে রাখা হয়। পরবর্তীতে তা অন্য নারীর গর্ভে ধারণের মধ্য দিয়ে শিশুটির জন্ম হয়।

 

দম্পতিটির মৃত্যুর পরে তাদের পিতা-মাতারা এই ভ্রূণ সংরক্ষণ নিয়ে রীতিমত আইনি যুদ্ধ চালান।  

গেল ডিসেম্বরে লাউসে ছেলে শিশুটির জন্ম হয়। তবে চীনা গণমাধ্যম মাত্র ক’দিন আগে প্রতিবেদন প্রকাশ করে। এরপরে শিশুটিকে নিয়ে আলোচনা শুরু হয়।

আরেকজন নারীর গর্ভে শিশুটির জন্ম নিয়ে দম্পতির আত্মীয়-স্বজনেরা যে সংগ্রাম চালিয়েছেন, সেটিকে বড় ধরনের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে চীনে।

সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান     •      অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর