প্রথমবার সৌদি নারীদের সাইক্লিং প্রতিযোগিতা

প্রথমবার সৌদি নারীদের সাইক্লিং প্রতিযোগিতা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কঠোর শরীয়া অনুশাসনে অভ্যস্ত সৌদি জনগণকে অবাক করে দিয়ে দেশটির নারীরা প্রথমবারের মতো সাইক্লিং করলো। এ নিয়ে সৌদিতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

গত মঙ্গলবার জেদ্দা শহরে নারীরা এ ধরনের অভূতপূর্ব ঘটনা ঘটিয়ে ফেললেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বৃহস্পতিবার এ খবর চাউর হয়।  

স্থানীয় কর্তৃপক্ষ ওবি একটিভ নামের নারী সাইক্লিস্টদের একটি সংগঠনের উদ্যোগে ৪৭ জন নারী  ১০ কিলোমিটার পথ সাইক্লিং করে।

এ প্রতিযোগিতা দেখতে বিপুল পরিমাণ জনসমাগম হয়।  

news24bd.tv

নারী সংগঠক নাদিমা আবু আল-এনেইন জানান, এ প্রতিযোগিতায় এত বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি তাকে অবাক করে দিয়েছে।    

রক্ষণশীল সৌদি নাগরিকদের অনেকেই এ প্রতিযোগিতাকে স্বাগত জানালেও  সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও করেছেন অনেকে।  

প্রসঙ্গত, ভিশন-২০৩০ সামনে রেখে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সমাজে সংস্কারমূলক কর্মকাণ্ড শুরু করেছেন।

যার মধ্যে রয়েছে নারীদের গাড়ি চালনা ও স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতিও।

সৌদি যুবরাজের নির্দেশে এরই মধ্যে সিনেমা হল নির্মাণ ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার শুরু হয়ে গেছে।  

সূত্র: গালফ নিউজ      •       অরিন/নিউজ টোয়েন্টিফোর

    

সম্পর্কিত খবর