ইসরাইলি সেনাদের গুলি, ১২২ ফিলিস্তিনি আহত

ইসরাইলি সেনাদের গুলি, ১২২ ফিলিস্তিনি আহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ফের ইসরাইল সীমান্তে ফিলিস্তিনিদের ওপর গুলি ছুঁড়েছে ইসরাইলের সেনারা। গুলিতে কমপক্ষে ১২২ জন ফিলিস্তিনি আহত হন। শুক্রবার এ ঘটনা ঘটে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানায়, গুলিবিদ্ধ হওয়া ১২২ জন ফিলিস্তিনির মধ্য একজনের অবস্থা আশঙ্কাজনক।

ইসরাইলের পতাকা জ্বালিয়ে দিয়ে ফিলিস্তিনি পতাকা উড়ানোর মধ্য দিয়ে ভূমি দিবস উপলক্ষে টানা তৃতীয় শুক্রবার ইসরাইল সীমান্তে ভূমি দিবসের বিক্ষোভ হয়। বিক্ষোভে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর এদিনও গুলি ছোঁড়ে ইসরাইলি সেনাবাহিনী।

আল জাজিরা জানায়, আহত বিক্ষোভকারীদের চিকিৎসার জন্য খান ইউনিস সীমান্তের কাছে একটি ভ্রাম্যমাণ ক্লিনিকে আশ্রয় নেয়। সেখানেও টিয়ার গ্যাস ছোড়ে ইসরাইলের সেনারা।

এতে আহত হয়েছে অন্তত ১০ চিকিৎসাকর্মী। গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া টানা ছয় সপ্তাহের কর্মসূচিতে এখন পর্যন্ত ৩৪ জন নিহত ও অন্তত দুই হাজার ফিলিস্তিনি আহত হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর