সংখ্যালঘুদের দেখতে ট্রাম্পের দূত বাংলাদেশে

সংখ্যালঘুদের দেখতে ট্রাম্পের দূত বাংলাদেশে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক এ্যাম্বাসেডর এ্যাট লার্জ স্যাম ব্রাউনব্যাক (Ambassador at Large for International Religious Freedom Sam Brownback) সাত দিনের সফরে বাংলাদেশ ও তুরস্কে সফরে আসছেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ১৩ এপ্রিল শুক্রবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ ও তুরস্কে ধর্মীয় স্বাধীনতা তথা দেশ দুটির সংখ্যালঘু সম্প্রদায়ের হাল-হকিকত নিয়ে উচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে স্যাম ব্রাউনব্যাক কথা বলবেন।

এছাড়াও তিনি বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের শীর্ষ নেতাদের সঙ্গেও সামগ্রিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন।

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির ঘুরে দেখবেন ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ এই কর্মকর্তা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর