‘কোটা বাতিল আ.লীগের জন্য ইতিবাচক’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

‘কোটা বাতিল আ.লীগের জন্য ইতিবাচক’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কোটা বাতিল আওয়ামী লীগের জন্য ইতিবাচক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেছেন, কোটা পদ্ধতি বাতিল করা আগামী নির্বাচনে আওয়ামী লীগের জন্য কোনো ঝুঁকির কারণ হবে না। এর কারণ হলো ছাত্রসমাজ এই কোটা পদ্ধতির বিরুদ্ধে ছিল এবং তাদের সমর্থন সরকারের পক্ষে থাকবে।

শনিবার সকাল ১১টায় কুষ্টিয়া শহরে পিটিআই রোডে নিজ বাসভবনে পহেলা বৈশাখ উপলক্ষে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সব নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে। তাই এখনো লেভেল প্লেয়িং ফিল্ডের কোনো ব্যতয় ঘটেনি।

বিএনপি এরই মধ্যে সেই নৈতিক অধিকার হারিয়েছে সমালোচনা করে হানিফ বলেন, একটি দলের শীর্ষ নেতা যদি দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে কারাগারে থাকেন তবে সেই দলের আর অস্তিত্ব থাকে না। জনগণের সঙ্গে কথা বলার কোনো নৈতিক অধিকার থাকে না।

 

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর