পানিতে ডুবে ক্রিকেটার পাইলটের বাবার মৃত্যু

ফাইল ছবি

পানিতে ডুবে ক্রিকেটার পাইলটের বাবার মৃত্যু

নিউজ ২৪ ডেস্ক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের পিতা ও সাবেক ফুটবলার শামসুল আলম মোল্লা (৭০) পুকুরের পানিতে ডুবে মারা গেছেন। রবিবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকার একটি পুকুর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল তাঁর লাশ উদ্ধার করে।
 
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তিনি গোসল করতে গিয়ে ওই পুকুরের পানিতে ডুবে যান।  

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, শামসুল আলম মোল্লা মহল্লার ডা. আব্দুল কাইয়ুমের পুকুরে গোসল করতে নেমেছিলেন।

এরপর তিনি তলিয়ে যান। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে দমকল বাহিনীর ডুবুরি দলকে খবর দেয়। দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে পুকুরের তলদেশে অনুসন্ধান শুরু করে। পরে দুপুর আড়াইটার দিকে লাশটি পাওয়া যায়।
 
 
এদিকে পাইলটের পিতার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তার মরদেহ দেখতে বাসভবনে ভিড় করেন।  

সূত্র জানায়, নিহত শামসুল আলমের তিন ছেলে-মেয়ে। এর মধ্যে খালেদ মাসুদ পাইলট সবার ছোট। অপর দুই ছেলে-মেয়ে হলেন শিমু এবং শিমুল। তার স্ত্রীর নাম নারগিস আরা বেগম।

সম্পর্কিত খবর