সন্ত্রাসী যেখানেই থাকুক, তাড়া করা হবে: এরদোয়ান

রিসেপ তাইয়েপ এরদোয়ান।

সন্ত্রাসী যেখানেই থাকুক, তাড়া করা হবে: এরদোয়ান

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, সন্ত্রাসবাদী সংগঠন ফেতুর সদস্যরা যেখানেই থাকুক না কেন, তাদের তাড়া করা হবে।

তিনি বলেছেন, এখন পর্যন্ত ফেতুর সন্দেহভাজন ৮০ জন সদস্যকে বিদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে।

রোববার ইস্তাম্বুলে ক্ষমতাসীন জাস্টিজ এন্ড ডেভেলপমেন্ট পাটির (একে) ষষ্ঠ সাধারণ কংগ্রেসে দেওয়া বক্তব্যে এরদোগান এসব কথা বলেন।

এরদোগান বলেন, ফেতু সন্দেহভাজনরা যেখানেই লুকিয়ে থাক, তাদের তুরস্কে ফিরিয়ে আনা হবে।

তিনি যুক্তরাষ্ট্র ভিত্তিক ইসলাম প্রচারক ফেতুল্লাহ গুল্লেনকেও যথারীতি ফিরিয়ে আনার প্রতিজ্ঞা করেন।

এরদোগান বলেন, যেসব ফেতু সদস্য বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে গেছে, তাদের তাড়া করব। আমরা ইতিমধ্যে বিদেশ থেকে ৮০ জন ফেতু সদস্যকে ফেরত এনেছি।

গত মার্চের শেষের দিকে তুর্কি ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি কসোভো থেকে ছয়জন সন্দেহভাজন ফেতু সদস্যকে তুরস্কে ফিরিয়ে আনে।

এছাড়াও, চলতি মাসের শুরুতে তুর্কি গোয়েন্দারা সেন্ট্রাল আফ্রিকান দেশ গাবন থেকে তিনজনকে আঙ্কারায় ফিরিয়ে আনেন।


(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর