একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যুক্তিতর্ক পেশ

ফাইল ছবি

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যুক্তিতর্ক পেশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে ভয়াবহ, বর্বরোচিত ও নৃশংস গ্রেনেড হামলা মামলার যুক্তিতর্ক পেশ করার ৬৭ তম দিন ছিল আজ।
রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে। মামলায় এ পর্যন্ত ৩১ আসামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।

আসামী শাহাদাৎ হোসেন জুয়েলের পক্ষে আইনজীবী আবদুর রশীদ মোল্লা আজ তৃতীয় দিনে যুক্তিতর্ক পেশ শেষ করেন।

এরপর আসামী মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদের পক্ষে যুক্তিতর্ক পেশ শুরু করেন তার আইনজীবী মাঈনুদ্দিন মিয়া। মামলার পরবর্তী তারিখ ধার্য রয়েছে আগামীকাল ১৭ ও পরদিন ১৮ এপ্রিল।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন প্রধান কৌসুলি সৈয়দ রেজাউর রহমান, বিশেষ পিপি মো. আবু আব্দুলাহ ভূঞা, আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল, এ্যাডভোকেট ফারহানা রেজা, এ্যাডভোকেট মো. আমিনুর রহমান, এ্যাডভোকেট আবুল হাসনাত, আশরাফ হোসেন তিতাস প্রমুখ।

সূত্র : বাসস

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর