পোষা সিংহ নিয়ে ব্যস্ত সড়কে, অতঃপর ....

পোষা সিংহ নিয়ে ব্যস্ত সড়কে, অতঃপর ....

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সড়কে লাইলেন্স প্রাপ্ত গাড়ি নিয়ে চলা কোনো অপরাধ নয়। এরপরেও তাকে আটক করলো পুলিশ। জানতে চান কেন? গাড়িতে ওই ব্যক্তির সঙ্গে যে এক মস্ত বড় সিংহও ছিল! 

পাকিস্তানের করাচির দক্ষিণ বন্দরের ব্যস্ত সড়কে নিজের পোষা সিংহকে গাড়িতে নিয়ে দিব্যি ঘুরে বেড়েচ্ছিলেন ওই সাকলাইন জাভেদ নামে এক তরুণ। অনেকে ভিডিও করেও তা ফেসবুকে ছেড়ে দেন।

সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।  

পাকিস্তানে বন্য প্রাণী পোষা অবৈধ নয়। সেখানকার ধনাঢ্য ব্যবসায়ীদের ব্যক্তিগত চিড়িয়াখানাও রয়েছে। কিন্তু মানুষের ক্ষতি করে এমন হিংস্র প্রাণী নিয়ে ব্যস্ত সড়কে ঘোরাঘোরিতে নিষেধাজ্ঞা রয়েছে।


ভিডিওতে দেখা যায়, একটি পিকআপের পেছনে সিংহটি নিয়ে বসে রয়েছেন সাকলাইন। সিংহের গলায় বেল্ট বাঁধা। পিকআপের সঙ্গে তাকে অবশ্য বেঁধেই রাখা হয়েছে। কিন্তু ২ কোটি মানুষের গিজগিজে করাচিতে এমন হিংস্র পশু নিয়ে চলা মোটেও স্বাভাবিক কোনো ঘটনা নয়।
 
এ ঘটনায় ব্যবসায়ী সাকলাইন জাভেদকে আটক করা হয়।  পরে অবশ্য তিনি জামিনে বেরিয়ে আসেন।
 
সিনিয়র পুলিশ কর্মকর্তা মুকাদাস হায়দার জানান, সাকলাইন তার পোষা সিংহ নিয়ে একটি বাজারের আশপাশে গাড়ি চালাচ্ছিলেন। এটা মানুষের জান-মালের ক্ষতির কারণ হতে পারতো।

তবে জিজ্ঞাসাবাদের পরেই সাকলাইনকে ছেড়ে দেয়া হয়েছে। পুলিশ জানায়, সাকলাইন সিংহটিকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন।  

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর