নারীর ক্ষমতায়নে বৈষম্যহীন বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নারীর ক্ষমতায়নে বৈষম্যহীন বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শান্তি ও নারীর ক্ষমতায়নকে ভিত্তি করে আগামীতে দারিদ্র্যমুক্ত ও বৈষম্যহীন বিশ্ব গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে কমনওয়েলথভুক্ত সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে 'নারীর ক্ষমতায়নে শিক্ষা' বিষয়ে মূল বক্তব্য দিতে গিয়ে এ আহ্বান জানান তিনি।  

বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৫টার দিকে সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য শুরু করেন তিনি।  

এর আগে, বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ লন্ডনে অবতরণ করে।

বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের প্রতিনিধি নিল হল্যান্ড।


(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর