যেভাবে উদ্ধার হলো গভীর গর্তে পড়া গরুটি

সংগৃহীত ছবি

যেভাবে উদ্ধার হলো গভীর গর্তে পড়া গরুটি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রতিবেশীর খনন করা গভীর গর্তে পড়া একটি গরুকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় আওয়ামী লীগ কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গর্তটি গভীর হলেও এর ব্যাস ছিল কম। ফলে গরুটি সেখানে পড়ার পর নড়াচড়া দূরের কথা, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।

শুধু গো গো শব্দ শোনা যাচ্ছিল। কোন উপায় না পেয়ে গরুর মালিক মো. সোহাগ ফোন করেন ফায়ার সার্ভিসকে।

news24bd.tv

ফোন পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর একটি দল। নানা কসরত করেও গরুটিকে উদ্ধার করতে ব্যর্থ হয় তারা।

অবশেষে গর্তের মধ্যে পানি ঢালা শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। আর তাতেই গরুটি উদ্ধারে সফল হন তারা।

গর্ত থেকে তোলার পর দমকল বাহিনী, গরুর মালিকসহ স্থানীয় সবার মুখেই হাসি ফোটে।

উদ্ধারকারী দল জানিয়েছে, উদ্ধার অভিযানের সময় গরুটি বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে। সে কারণে এটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

গরুর মালিক মো. সোহাগ বলেন, দমকল বাহিনী ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টায় আমার প্রিয় গরুটি সম্পূর্ণ সুস্থভাবে উদ্ধার হয়েছে।

গরু উদ্ধার অভিযানের ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।  অসংখ্য মানুষ এমন কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীদের।

সম্পর্কিত খবর