ইরানে ডলারের পরিবর্তে ব্যবহৃত হবে ইউরো

ইউরো

ইরানে ডলারের পরিবর্তে ব্যবহৃত হবে ইউরো

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইরানের সরকারি প্রতিষ্ঠানগুলোতে বৈদেশিক মুদ্রার হিসাব-নিকাশে এখন ডলারের পরিবর্তে ব্যবহৃত হবে ইউরো। আজ (বুধবার) প্রেসিডেন্ট ড. হাসান রুহানির নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রণালয়গুলোসহ সব সরকারি প্রতিষ্ঠানে বৈদেশিক মুদ্রার হিসাব-নিকাশের ভিত্তি হবে ইউরো। এর আগে ডলারকে ভিত্তি হিসেবে ধরা হতো।

শুধু তাই নয়, এখন থেকে  সরকারি প্রতিবেদন ও পরিসংখ্যান তুলে ধরার সময় ডলারের কোনো হিসাব উল্লেখ করতে হবে না। প্রতিবেদন ও পরিসংখ্যান তুলে ধরার ক্ষেত্রে যেখানেই বৈদেশিক মুদ্রা উল্লেখ করার প্রয়োজন হবে সেখানে ইউরোর হিসাব তুলে ধরতে হবে। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

সম্প্রতি ইরানের মানি এক্সচেঞ্জগুলো হঠাৎই স্থানীয় মুদ্রার বিপরীতে বৈদেশিক মুদ্রার দাম বাড়িয়ে দিয়েছে।

সরকার এর মোকাবেলায় ডলারের একক মূল্য ঘোষণা করেছে এবং তা বাস্তবায়ন করা হচ্ছে।


(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

 

সম্পর্কিত খবর