আমিন জুয়েলার্সের স্বর্ণ লুট: মূলহোতা নিরাপত্তা কর্মী সোবহান

আমিন জুয়েলার্সের স্বর্ণ লুট: মূলহোতা নিরাপত্তা কর্মী সোবহান

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানে আমিন জুয়েলার্সের স্বর্ণ চুরির ঘটনার মূল হোতা জুয়েলার্সের নিরাপত্তা কর্মী সোবহানসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।  

গ্রেপ্তারকৃতরা হলো- নিরাপত্তা কর্মী মো. আব্দুস সোবহান মোল্লা (৬১), তার স্ত্রী আলেয়া বেগম (৫৫),  মেয়ে সীমা (২৭) ও মেয়ের জামাই হাফেজ মো. বিল্লাল হোসেন ওরফে বুলবুল (৪০)। এ সময় তাদের কাছ থেকে ৪৯৮ ভরি স্বর্ণ ও ২০ লাখ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়।  

আজ সকালে গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও মাওয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

news24bd.tv
উদ্ধার হওয়া টাকা ও স্বর্ণ 

গুলশান-২ এর ডিসিসি মার্কেটে আমিন জুয়েলার্সে দীর্ঘ ১৮ বছর ধরে নিরাপত্তা কর্মীর দায়িত্ব পালন করছিলো সোবহান। স্বর্ণ চুরির ঘটনায় তাকে সাহায্য করেছিল ঐ মার্কেটের রাজমিস্ত্রি সাদ্দাম। সে এখনও পলাতক রয়েছে।  

মোট চুরি যাওয়া স্বর্ণের পরিমাণ ছিল ৬৭৯ ভরি ও টাকা ছিল ২২ লাখ।

উদ্ধার হয়েছে ৪৯৮ ভরি স্বর্ণ ও ২০ লাখ ২৬ হাজার টাকা। বাকি টাকা ও স্বর্ণ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর