রোনালদোর গোলে রিয়ালের রক্ষা (ভিডিও)

সমতাসূচক গোলের পর রোনালদোর উদযাপন [ছবি: গেটি ইমেজ]

রোনালদোর গোলে রিয়ালের রক্ষা (ভিডিও)

সাহিদ রহমান অরিন

এ যেন দুইরকম রিয়াল মাদ্রিদকে দেখেছে ফুটবল বিশ্ব। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠা দলটি লা লিগার মধ্যম সারির দল অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ঘরের মাঠে জিততে ব্যর্থ।

তবে হার এড়িয়েছে জিনেদিন জিদানের দল। ইউরোপ সেরাদের ত্রাতা আর কেউ নন, খোদ প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো।

ম্যাচের অন্তিম মুহূর্তে দারুণ এক ব্যাকহিলে গোল করে রিয়ালের হার এড়িয়েছেন তিনি।

তবে ১-১ গোলের অস্বস্তিকর ড্রয়ে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোর সাথে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগও হাতছাড়া করলো রিয়াল। অথচ এই বিলবাও সান্টিয়াগো বার্নাব্যুতে শেষ ১২ ম্যাচের প্রতিটিতেই হেরেছে, যেখানে তারা গোল হজম করেছে ৪৪টি।  

বিলবাওয়ের বিপক্ষে কাল রাতে মাঠে নামার আগে বার্নাব্যুতে মৌসুমের ১১টি ম্যাচের একটিতেও জয় পায়নি লস ব্ল্যাঙ্কোসরা।

১৮ বছরের ভেতর এটিই ঘরের মাঠে রিয়ালের সবচেয়ে বাজে ফর্ম। লা লিগাতেও নড়বড়ে অবস্থা তাদের। এক ম্যাচ বিশ্রাম নিয়েই বুধবার রাতে মাঠে ফেরেন রোনালদো।  

ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসে জিদানের শিষ্যরা। তবে ম্যাচের প্রথম কাউন্টার অ্যাটাক করেছিল অতিথিরাই। ৭ মিনিটে বিলবাওয়ের অ্যান্ডার ইতুরাপাসের শট রুখে দেন রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস। ২ মিনিট বাদেই পাল্টা আক্রমণ শানায় স্বাগতিকরা। দানি কারভালের শটে রোনালদো হেড করলে গোলকিপার পরাস্ত হলেও গোলবারকে পরাস্ত করতে পারেননি। ১১ মিনিটে আবারো গোলের সুযোগ পায় রিয়াল। এবার মার্কো অ্যাসেনসিওর শট রুখে দেন গোলকিপার কেপা আরিজাবালাগা।  

কেপা যেন একাই চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন রিয়ালের আক্রমণভাগের সামনে। রিয়াল ফুটবলারদের একের পর এক আক্রমণ একাই প্রতিহত করতে থাকেন তিনি। ১৪ মিনিটে স্রোতের বিপরীতে অসাধারণ এক কাউন্টার  অ্যাটাক থেকে গোল করে বসেন বিলবাওয়ের ইনাকি উইলিয়ামস। গোল খেয়ে খেলার ধার আরো বাড়িয়ে দেয় গ্যালাক্টিকোসরা। কিন্তু প্রথমার্ধে বহু প্রতীক্ষিত গোলটা অধরাই থেকে যায়।  

বিরতি থেকে ফিরেও চলে রিয়ালের একচ্ছত্র আধিপত্য। তবে বল নিজেদের দখলে নিয়ে খেলতে থাকলেও পরিকল্পিত কোনো আক্রমণই করতে পারছিল না জিদানের দল।  

অবশেষে ৮৭ মিনিটে রিয়াল মাদ্রিদের ত্রাতা হিসেবে হাজির হন সিআরসেভেন। লুকা মডরিচের দূরপাল্লার শটে অসাধারণ এক ব্যাকহিলের মাধ্যমে বল জালে পাঠান পর্তুগিজ যুবরাজ। শেষ ১২ ম্যাচে এটি রোনালদোর ২২তম গোল।  

শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়ে দু’দল। এই ড্রয়ে ৩৩ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৩য় স্থানেই রইলো রিয়াল মাদ্রিদ।

সম্পর্কিত খবর