২০ দলীয় জোটের বৈঠক আজ রাতে

২০ দলীয় জোটের বৈঠক আজ রাতে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

২০ দলীয় জোটের বৈঠক বৃহস্পতিবার রাত আটটায় গুলশানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়ার মুক্তি, গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এ বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা যায়।

এর আগে ৬ এপ্রিল বৈঠকে বসেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা। ওইদিন সন্ধ্যা পৌনে ৭টায় ২০ দলের নতুন সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে দলের চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে নজরুল ইসলাম খান সহ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, জাতীয় পার্টি (কাজী জাফর) মহাস‌চিব মোস্তফা জামাল হায়দার, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম,সাধারণ সম্পাদকআমিনুর রহমান, এলডিপির মহাস‌চিব ড. রেদোয়ান আহমেদ, জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান, বাংলা‌দেশ ন্যাপের মহাসচি এম গোলাম মোস্তফা ভূইয়া, পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজ, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ইমদাদুল হক চৌধুরী, ইসলামী ঐক্যেজোটের (একাংশ) চেয়ারম্যান আব্দুর রকিব, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাস‌চিব গেলাম মহিউদ্দিন ইকরাম, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান এ এইচ এম কারুজ্জামান, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্তজা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কম‌রেড সাঈদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর