মার্কিন ড্রোন ভূপাতিত

মার্কিন এমকিউ-৯ ড্রোন।

মার্কিন ড্রোন ভূপাতিত

আমিরাতের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ওপর হামলা
নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত বিমান প্রতিরক্ষা ইউনিট।  ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা প্রদেশে এ ড্রোন ভূপাতিত করা হয় বলে আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক প্রচার করেছে।

এদিকে, ইয়েমেনের একটি সূত্র জানিয়েছে, দেশটির জনপ্রিয় আনাসরুল্লাহ যোদ্ধা ও তাদের অনুগত সেনারা সংযুক্ত আরব আমিরাতের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ডিপোতে হামলা চালিয়েছে। তায়িজ প্রদেশের বন্দরনগরী মোখায় এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল।

এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত সেনাদের সুরক্ষা দেওয়ার জন্য মোতায়েন করা ছিল।

উল্লেখ্য, ২০১৫র’ ২৬ মার্চ থেকে সৌদি আরবসহ কয়েকটি আরব দেশ ইয়েমেনের ওপর সামরিক হামলা চালিয়ে আসছে।

মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব ধরে রাখা ও বাবুল মান্দাব প্রণালীর নিয়ন্ত্রণ ঠিক রাখাসহ কয়েকটি লক্ষ্য নিয়ে সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলো আমেরিকার হয়ে এ যুদ্ধ করছে বলে রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকরা মনে করেন।

তবে সৌদি আরব কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি বলেও তারা মন্তব্য করেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর