তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কায় সামরিক শক্তি বাড়াচ্ছে রাশিয়া

রাশিয়ার পরমাণু শক্তিচালিত সাবমেরিন ‘তুলা’।

তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কায় সামরিক শক্তি বাড়াচ্ছে রাশিয়া

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা। তাই নিজেদের শক্তি বাড়াতে রাশিয়ার নৌবাহিনীতে আরো একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন, তিনটি যুদ্ধজাহাজ, দুটি হেলিকপ্টার এবং বহুসংখ্যক কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্ত হয়েছে। রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী ইউরি বরিসভ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, এর মাধ্যমে রুশ নৌবাহিনী কৌশলগত ক্ষমতার দিক দিয়ে অনেক অগ্রগতি লাভ করল।

‘তুলা’ নামের ডেল্টা-৪ ক্লাস নতুন এ সাবমেরিন ১৬টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। এসব ক্ষেপণাস্ত্র ১১ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতের আঘাত  হানতে সক্ষম।

বরিসভ জানান, রুশ নৌবাহিনী লজিস্টিক সাপোর্ট জাহাজ এলব্রাস পেয়েছে। আরো কিছু কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র পাওয়ার অপেক্ষায় আছে।

কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র হচ্ছে পরমাণু অস্ত্র বহনে সক্ষম এবং ৫০০ কেজি প্রচলিত বোমা বহন করতে পারে।

রুশ সামিরক সূত্র কালিবার ক্ষেপণাস্ত্র সম্পেকে জানিয়েছে, কর্তমানে কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে ২,৫০০ কিলামিটার। পরমাণুবাহী কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা ২,৬০০ কিলোমিটার।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর