কাঠুয়া গণধর্ষণ নিয়ে মোদির বিস্ফোরক বক্তব্য

কাঠুয়া গণধর্ষণ নিয়ে মোদির বিস্ফোরক বক্তব্য

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কাঠুয়া গণধর্ষণ নিয়ে অবশেষে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লন্ডনে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে তিনি বিস্ফোরক বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী বলেন, ধর্ষণ ধর্ষণই। এর মধ্যে কোনও রাজনীতি নেই।

এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়। কাঠুয়ার ছোট্ট শিশুটিকে গণধর্ষণ করে হত্যার ব্যাপারে অবশেষে তিনি এ কাথ বললেন।

বর্বর এই ধর্ষণ নিয়ে যখন উত্তাল ভারত,  রাজধানীর রাস্তায় মোমবাতি মিছিল হয়েছে, তখন তিনি এ বিষয়ে চুপ ছিলেন। একটি শব্দ খরচ করার প্রয়োজন মনে করেননি দেশের প্রধান।

এর উপর তাঁর দলের দুই নেতা আবার অভিযুক্তদের পক্ষে বলেছিল।

বিরোধীরা বার বার অভিযোগ করেছেন মোদি কেন চুপ?‌ তখনও তিনি চুপই ছিলেন। একটি শব্দও খরচ করেননি। অবশেষে লন্ডনে গিয়ে মনে হলো এ ব্যাপারে কিছু বলা উচিত।

তাই তিনি বললেন, ধর্ষণ নিয়ে রাজনীতি করা উচিত নয়। যখন একটি শিশু ধর্ষিতা হয় তখন সরকার চায় বিচার হোক। কোনওভাবেই তা বরদাস্ত করা উচিত নয়।

বিদেশের মাটিতে পা রাখতেই বদলে গেল দেশের প্রধানের চেহারা। মুখ-আর মুখোস আক্ষরিক অর্থেই আলাদা হলো লন্ডনের ওয়েস্টমিনস্টারের সেন্ট্রাল হলে। ধর্ষণ নিয়ে কথা বলে মোদি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর