মহিলা সাংবাদিককে যৌন নিগ্রহে অভিযুক্ত জাপানের উপ অর্থমন্ত্রী

ফাইল ছবি

মহিলা সাংবাদিককে যৌন নিগ্রহে অভিযুক্ত জাপানের উপ অর্থমন্ত্রী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মি টু–র ঢেউয়ে উত্তাল জাপান। এক মহিলা সাংবাদিককে যৌন নিগ্রহে অভিযুক্ত উপ অর্থমন্ত্রী জুনিচি ফুকুডা বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। বুধবারই তিনি সাংবাদিক সম্মেলনে দাবি করে ছিলেন, এধরনের অভিযোগে তাঁর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রয়োজন হলে তিনি পদত্যাগ করবেন।

তার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেন ফুকুডা।

ফুকুডার বিরুদ্ধে অভিযোগ, একটি স্থানীয় বেসরকারি টিভি চ্যানেলের মহিলা সাংবাদিককে একটি পানশালায় যৌন নিগ্রহ করেন অবং অশ্লীল প্রস্তাব দেন তিনি। তাঁর গলার স্বরের ক্লিপের রেকর্ডিং সহ খবরটি একটি ম্যাগাজিনে সম্প্রচারিত হওয়ার পরই দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠে। ফুকুডার ইস্তফা চান বিরোধীরা।

জাপানের অর্থমন্ত্রী এধরনের অডিও ক্লিপের যথার্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করে ওই ম্যাগাজিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন।  

ওই সাংবাদিককে সামনে আসার কথা বলে অর্থমন্ত্রী বলেছেন, পুরো ঘটনাটি ফুকুডাকে ফাঁসানোর চক্রান্তও হতে পারে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সরকারের কাছে এটা একটা বড় ধাক্কা বলেই মনে করছে বিশেষজ্ঞরা।  

সূত্র : আজকাল

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর