শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ জাস্টিন ট্রুডো

শেখ হাসিনা ও জাস্টিন ট্রুডো

শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ জাস্টিন ট্রুডো

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশংসায় ভাসিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।  

কাল থেকে শুরু হওয়া কমনওয়েলথ সম্মেলনে ট্রুডো বলেন, রোহিঙ্গা শরণার্থীদের প্রশ্নে শেখ হাসিনা ‘অভাবনীয় নেতৃত্বের’ পরিচয় দিয়েছেন। সঙ্কট নিরসনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য কমনওয়েলথ দেশগুলোর সমর্থনও কামনা করেন তিনি।

২৫তম কমনওয়েলথ সম্মেলনের প্রথম দিনে সদস্যভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের প্রথম নির্বাহী অধিবেশন অনুষ্ঠিত হয়।

সেই অধিবেশনের উন্মুক্ত বক্তৃতায় ট্রুডো শেখ হাসিনার প্রশংসা করেছেন।  

ট্রুডো তার বক্তৃতায় বলেছেন, ‘রোহিঙ্গা শরণার্থীদের জন্য শেখ হাসিনার গৃহীত প্রতিটি পদক্ষেপ প্রশংসার দাবিদার। কমনওয়েলথ নেতৃবৃন্দের অবশ্যই তাকে সমর্থন দেওয়া উচিত। ’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে বলা হয়, ‘কমনওয়েলথ মহাসচিবের রিপোর্ট উপস্থাপনের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আলোচনার জন্য ফ্লোর উন্মুক্ত করে দেন।

জাস্টিন ট্রুডো সে সময় শেখ হাসিনাকে নিয়ে ওই মন্তব্য করেন। ’

রোহিঙ্গা নিধনের বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার অবস্থান নিয়েছে ট্রুডোর দেশ কানাডা। মিয়ানমারে বিশেষ দূত পাঠিয়ে তারা নিধনযজ্ঞের তদন্ত করেছে।  

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর